জকর নয়ন জতহি লাগল
ততহি সিথিল গেলা।
তকর রূপ সরূপ নিরূপএ
কাহু দেখি নহি ভেলা।।
কমলবদনি রাহী জগত তকর।
পুন সরাহিয় সুন্দরি মীনতি জাহীরে।।
পীন পয়োধর চীবুক চুম্বএ
কীএ পটতর দেলা।
বদন চান্দ তরাসে নুকাএল
পলটি হের চকোরা।।