ছুঁও না ছুঁও না বঁধু ঐখানে থাক।
মুকুর লইয়া চাঁদমুখখানি দেখ।।
নয়ানের কাজর বয়ানে লেগেছে
কালর উপরে কাল।
প্রভাতে উঠিয়া ও মুখ দেখিলাম
দিন যাবে আজ ভাল।।
অধরের তাম্বুল বয়ানে লেগেছে
ঘুমে ঢুলু ঢুলু আঁখি।
আমা পানে চাও ফিরিয়া দাঁড়াও
নয়ন ভরিয়া দেখি।।
চাঁচর কেশের চিকণ চূড়া
সে কেন বুকের মাঝে।
সিন্দুরের দাগ আছে সর্ব্বগায়
মোরা হলে মরি লাজে।।
নীল-কমল ঝামরু হয়েছে
মলিন হয়েছে দেহ।
কোন্ রসবতী পেয়ে সুধানিথি
নিঙড়ে লয়েছে সেহ।।
কুটিল-নয়ানে কহিছে সুন্দরী
অধিক করিয়া তোড়া।
কহে চণ্ডীদাস আপন স্বভাব
ছাড়িতে না পারে চোরা।।