ছুঁইয়ো না ছুঁইয়ো না কালা ছুঁইয়ো না ছুঁইয়ো না মোরে।।
আর খাইতে বসি’, ছায়া দিয়ো না, তোর অঙ্গে দেখি রে শ্যাম অপরূপ নমুনা।
এ গো তোর গায়ে কিরণের দাগ কোন্ রমণীয়ে দিয়াছে তোর।।
আর অতরাত্রি ছিলায় কার ঘর, গলে আছিল সোনারমালা ছিঁড়া একছি ল’র।
ও তোরে বারে বারে করি মানা যাইয়ো না পরারি ঘরে।।
আর মুজমিল নাগরে গো বলে সিনান করি’ আও গো ত্বরা যমুনার জলে।
এ গো বইবার দিমু ছাপরখাট যৈবন দান করিমু তোরে।।