ছি ছি আগো মৈলাম লাজে
তুই কর্লি কি।
কলঙ্ক রাখিলি কুলে
হৈয়া রাজার ঝি।।
কুলবতী হৈয়া তোয়
ভয় নাহি মনে।
নন্দের বেটা ডিঙ্গর বটে
তা তো সবাই জানে।।
পুরুষ পরশ – তারে
কেবা দিবে দোষ।
তোর তো গোকুলের মাঝে
হৈল অপযশ।।
পরপুরুষ বল্যা তোর
মনে নাহিক ডর।
সাঁজ রাতে কেমন কর্যা
ঢুকায়্যাছিলি ঘর ।।
এত করি শিখাইলাম তোর
ননদ আছে পিছা।
লোচন বলে কি করিবে
সব কথাই মিছা।।