ছাড়ে ছাড়ুক পতি কি ঘর-বসতি
কিবা বা করিবে বাপ মায়।
জাতি জীবন ধন এ রূপ যৌবন
নিছনি ফেলিব শ্যাম-পায়।।
কহিলুঁ নিদান আর না রহে প্রাণ
শ্যাম সুনাগর বিনে।
কুলের ধরম ভরম সরম
ভাগিল এতেক দিনে।।
সমুখে রাখিয়া নয়ানে দেখিমু
লইয়া থাকিমু চৌখে চৌখে।
হার করিয়া গলায় গাঁথিয়া
লইয়া থাকিমু বুকে।।
চিতে উঠে যত বেশ করি তত
অঙ্গে অঙ্গে দিয়া হাথ।
অনেক দিনের সাধ পূরাইব
কোলে করি প্রাণনাথ।।
দেখিয়া দেখিয়া মুখানি মাজিব
তাম্বুল দিব চাঁদমুখে।
বলরামের কথা বন্ধু লৈয়া যাব যথা
রাধা বলি কেহ নাহি ডাকে।।