ছাড়িয়া ঘরের আশ করিব সে বনবাস
এই চিতে দঢ়াইলুঁসার।
রাতি দিবসে হাম হিয়ার উপরে থোব
না করিব আর আঁখির আড়।।
সই তোমারেই কহিয়ে মরম।
জাতি ভাসাইলুঁ কুলে তিলাঞ্জলি দিলুঁ
ঘুচাইলুঁ ধরম-করম।।
শাশুড়ী-ননদী-ডরে নিশ্বাস না ছাড়ি ঘরে
এই দুখে হেন সাধ করে।
অঙ্গের উপর অঙ্গ থুইয়া চাঁন্দমুখ নিরখিয়া
মনের কথাটি কব তারে।।
নয়ানে না দেখে আন আন নাহি শুনে কাণ
যত দেখি সব লাগে ধন্দ।
বলরাম দাসে বলে না জানি কি করিলে
সে নাগর গোকুলের চন্দ।।