ছলিহু একাকিনি গথইতে হার।
সসরি খসল কুচ চীর অ হামার।।
তখনে অকামিক আএল কান্ত।
কুচ কী ঝাপব নিবিহুক অন্ত।।
কি কহব সুন্দরি কৌতুক আজ।
পহু রাখল মোর জাইতে লাজ।।
ভেল ভাব ভরে সকল সরীর।
কঅ জতনে বল রাখিঅ থীর।।
ধসমস কর এ ধরি অ কুচ জাতি।
সগর সরীর ধর এ কত ভান্তি।।
লোপ লহি পারি অ তখন হুলাস।
মুন্দলা কমল বেকত হোঅ হাস।।
নেপাল ২২৬, পৃ ৮১ ক, ভনই বিদ্যাপতীত্যাদি।
একলি আছিলুঁ হাম গাঁথ ইতে হার।
সগরি খসল কুচ চীর হামার।।
তৈখনে হাসি হাসি আওল কান্ত।
কুচ কিয়ে ঝাঁপব নিবিহক বন্ধ।।
হাসি বহুবল্লভ আলিঙ্গন দেল।
ধৈরজে লাজ রসাতল গেল।।
করে কি বুঝায়র দূরহি দীপ।
লাজে না যাওত এ কঠিন জীব।।
বিদ্যাপতি কহে মরমক কাজ।
জিবন সোঁপলি যাহে তাহে কিয়ে লাজ।।