চেতন হরিয়া চলিল ছাড়িয়া
কহিতে পরাণ ফাটে।
চিত বেয়াকুল চমকে অন্তর
চাঁদ ছাড়ে কোন নাটে।।
চাঁদ সে বয়ানে চন্দ্রমুখী রাই
না শুন আমার বাণী।
চাঁচর চিকুর চূড়া না বাঁধব
চাঁপার ফুল সে আনি।।
চন্দন চর্চ্চিত সে অঙ্গে লেপিত
চূড়ার সঙ্গেতে মিশা।
চপল রমণী সে চাঁদবদনী
চলিব করিয়া দিশা।।
চাঁদ মাল চাঁদ মুখ নিরখিয়া
চঢ়াইব উরুপরে।
চিনি চাঁপা কলা ছেনা চাহি সর
দিব সে আনন্দে কারে।।
চাঁদ-মুখ পর চর্চ্চিত কর্পূর
চাহিয়া মাগিব কারে।
চপল রমণী চেতন করিয়া
চলিয়া আপন বশে।।
চাহিব কা পানে চামর বুলাব
দিব সে শ্রীঅঙ্গে বা।
চিত্রের বসন করিব শয়ন
চর্চ্চিত সোনার গা।।
চারি দিক্ দিব চাপা নাগেশ্বর
চামেলী চম্পকলতা।
এ চন্দ্রমল্লিকা চূয়া মিশাইয়া
আসন করিব হেথা।।
চণ্ডীদাস কহে চেতন হেরিয়া
চাহিলা গোপিনী পানে।
চিরকাল রহ চাঁদমুখ দেখি
জুড়াক সবার প্রাণে।।