চির দিন না রহে কুসুমে মকরন্দ।
পহরে না পাইয়ে দূতিয়াক চন্দ।।
অহনিশি না রহে চন্দনরেহ।
ঐছন জানিয়ে যৌবন এহ।।
শুন শুন সুন্দরি কি বলিব আন।
গত ধন লাগি না বঞ্চহ কান।।ধ্রু।।
জগমাহা জানয়ে অছু ভাল মন্দ।
হিংসক জন সঞে কভু নহে দন্দ।।
যাচক বুঝি যো না করয়ে দান।
ইথে বড় আছে কি ধনীন্ অবজান।।
নিজ মনমন্দিরে করহ বিচার।
জীবন নহ বিনু পর উপকার।।
অতএ জানি যদি হয়ে অবধান।
জ্ঞানদাস কহ জগতে বাখান।।