চিত অতি চপল চরিত গতি তোরি
চিন্তাচুম্বিত চম্পকগোরি।।
চাতুরি চারু চরিত নিজ খোই।
চৌদিশে চাহি চান্দ মুখ রোই।।
চল চল চঞ্চল-হৃদয় মাধাই।
চুলকত চীত রিহ জ্বরে রাই।।
চন্দন চান্দ চন্দনি নাহি ছোই।
চাঁচর চিকন চিকুর চয় কোই।।
চামর চীর পবন জনু দাব।
চামরি ভানে চমকি মুরছাব।।
চঞ্চরি রোলে চেল দেই কান।
চিন্হই চীত পুতলি অনুমান।।
চতুর চতুর ভুজ তুয় রস আশে
চেতন রহায়ত গোবিন্দদাসে।।