চিত্রা চতুরি চরণে ধরি রোওত
ঝর ঝর ঝরয়ে নয়ান।
গদ গদ ভাস প্রকাশি কত কহতহি
রাই রহু মুদিত নয়ান।।
হরি হরি বজর সমান হিয়া রাধা।
এ সুখ সম্পদ বিধি দেই লেওল
মিটল পিরিতক সাধা।।
সখি সব কাতরি উমরি ঝুমরি
কত রোওত লুঠত পদ আগে।
কত কত বচন রচন কাহ কেবল
মান সমাধি ভিখ মাগে।।
এতহি বিনয়ে ধনি নয়ান না হেরই
নাগরি চরণে পড়িয়াছা।
সখিগণ আদন রোল গোল ভেল
গোবিন্দদাস কান্দে পাছা।।