চামর-ডামরি শ্যামরি কবরি
নিবিড়-তিমির রাতি।
ফণি-মণিগণ ভূষণ ঐছন
উয়ল উড়ুক পাঁতি।।
কস্তুরি চন্দন ভ্রমরি মকরি-
পত্রক চিত্রক লেখ।
ললাটে সিন্দুর অনঙ্গ-মন্দির
সিমন্তে সিন্দুর-রেখ।।
কুন্তল-বলিকা মলিকা-কলিকা
অলকাবলকা শোভে।
মদন-মাদন মনহি উদিত
মদন-কদন ক্ষোভে।।
রতন-রচন বেণি সুশোভন
কুসুম ঠামহি ঠাম।
জনু পসারল অতনু মাতল
করি-কর অনুপাম।।
চন্দন-বিন্দু পুণিম-ইন্দু
সিন্দুর-মিহির পাশে।
অলকা ভুখিল রাহু বিয়াকুল
ধরত ফিরত আশে।।
ভাঙক ঠাম দেখত কাম
ধনুয়া-মান ছোড়।
হেরত বরজ- মকর-কেতন-
চেতন-রতন চোর।।
অঞ্জন-রঞ্জন নয়ন-খঞ্জন
চাহনি মোহনি ভঙ্গ।
নিমিষে নিমিষে হরিষে বরিষে
রমণ-রভস-রঙ্গ।।
শ্রুতি-অলঙ্কৃতি চক্র-আকৃতি
শোভিত চারু শলাক।
তহিঁ মনোভব- কোটি পরাভব
ভুলল ভ্রমর-লাখ।।
দেখত দেখত বেকত করত
তরুণ তপন দণ্ড।
লোল কুণ্ডল দীপতি-মণ্ডল
উয়ল যুগল গণ্ড।।
নাসিকা ওর মোতিম-কোর
ভোর জগত-রীঝ।
যৈছন কীর- চঞ্চু গীর
পড়ত দাড়িম-বীজ।।
বিম্ব-অধর অতি-সুমধুর
ইষত-হসিত-ছন্দ।
হেরত বরজ- যুবতি উমতি
ধরতি পড়তি ধন্দ।।
থকিত চকিত সরস অলস
বচন-রচন আধা।
আনন্দ-হিলোলে ভুবন মগন
ধরণি ভরয়ে সুধা।।
খপুর কপুর সহিত লোহিত
দশন-বসন সাজ।
প্রবাল-আবলি বেঢ়ল বান্ধুলি
অরুণ রকত মাঝ।।
উজোর বিজুরি থির হির-সারি
দমন দশন-বৃন্দ।
সিন্দুরে মণ্ডিত মোতিম-খণ্ডিত
কুন্দ-কোরক নিন্দ।।
চিবুক-কুহরে হরল নাগর-
মানস-হরিণি হেরি।
কস্তুরীর বিন্দু কাল জাল দেল
মদন মৃগউ ঘেরি।।
কোটি সুধাকর মুখ মনোহর
লাবণি অবনি ভোর।
চন্দন-চিত্রক ছলে কি লাগল
নাহক চিত-চকোর।।
কম্বু-গ্রীব বন্ধুজীব
অম্বুজ-নীপক মাল।
আমোদ-লুবধ ধাবই খুবুধ
গাবই ভ্রমর-জাল।।
বিদ্রুম মৌক্তিক হেম হীরক
ত্রিবলি হংস-হার।
দয়িত যুবতি লিখন রতন-
রচিত পদক সার।।
অগুরু-রচিত বাহু-যুগ-চিত
অঙ্গদ কঙ্কণ সাজে।
নীলমণি বনি বলয় উরমী
কর-যুগে সুবিরাজে।।
আধ আধ করি কি বিধি মেটল
অরুণ চান্দক বাদ।
নখ করতল মাঝহি কমল
অতয়ে ফুটল আধ।।
উচ কটোর কুচক জোর
রুচির চোর সীত।
শাতকুম্ভ- রচিত কুম্ভ-
রুচি আরম্ভ রীত।।
তহিঁ পুরাতন জগত অতুল
নবীন যৌবন-নিধি।
মদন-মোহন- মোহন-কারণ
কামে কি দেয়ল বিধি।।
গন্ধ-চরচিত অঙ্গে বিরাজিত
চন্দন ঘূসৃণ চীত।
বিহি চিতাওল পূজক মদন
সদন দৈবক ভীত।।
কঞ্চুক মেচক বরজ-বিরাজ-
ধৈরজ ধরম লূট।
তরুণ তপন- মথন রতন-
কিরণ দামিনী-ছুট।।
জলদ-জড়িত যৈছন তড়িত
শীলিত-নীলিম-শাটী।
মন্থর চলিত মধুর শিঞ্জিত
চঞ্চল অঞ্চল ধটী।।
নাভি সুশীতল- সরসী অতুল
পিয়-হিয়-ঝস থাপি।
হেরি কুচ-গিরি উতরি পৈঠত
তহিঁ লোমাবলি-সাপী।।
কেশরি-রাজ খীণহি মাঝ
তিন ত্রিবলী লেখা।
একে একে তিন ভুবন হারিয়া
দেয়ল এ তিন রেখা।।
কবহু গোপত কহহুঁ বেকত
নাহ-চিত-রিত-চোর।
হেরি শশি-মুখী নীবি-ছলে তহি
বান্ধল পাটক ডোর।।
সঘন জঘন চক্র-বিখণ্ডন
সরস রসনা সাজ।
তাহে কি মদন জিতল ভুবন
বিজই ডিণ্ডিম গাজ।।
উরুযুগ দলি কনক-কদলী
করভ-করক-ছন্দ।
রমণ-মোহন বিরহ-জলধি
তরণের সেতু-বন্ধ।।
জানু-সম্পূট গোপি-লম্পট-
জীবন-সম্পদ-চোর।
হাটক-গঠিত কটক-রচিত
চটক-পটিম-মোর।।
রতন-রচিত মঞ্জুল-মঞ্জির-
রঞ্জিত চরণ-কঞ্জ।
মন্থর-চলিত মধুর শিঞ্জিত
হংস বারণ গঞ্জ।।
উছলি চরণ ও রবি-কিরণ
দিগহি দিগহি ভাস।
মুখ-বিধু-ধূত পদ-তল-গত
তিমির করত নাশ।।
নখর-নিকর নিকে পসারল
কত নিশাকর-হাট।
পুন পুন ছবি দেখি যাউ রবি
তমক হৃদয় ফাট।।
প্রপদ সহিত জগত মোহিত
বেকত অলত-রাগ।
অধর-বরণ মাগত অরুণ
লাগল কি পদ-আগ।।
জিতল সুথল- কমল বিমল
চরণ-তলকি পাঁতি।
ধূলি-ভিন্ন-পদ- চিহ্নক আমোদ
ভুলল ভ্রমর মাতি।।
মৃদুল অঙ্গুলি সরস পরশ
উরবি দরবি জাত।
হেরি বলরাম পূর মন-কাম
ধরণি ধরয়ে মাথ।।