চান্দ বদনি ধনি চান্দ উগত জবে।
দুহুক উজোরে দুরহি সয়ঁ লখত সবে।।
চল গজগামিনি জাবে তরুন তম।
কিম্বা কর অভিসারহি উপসম।।
চাঁদবদনি ধনি রয়নি উজোরি।
কওনে পরি গমন হোএত সখি মোরি।।
তোহে পরিজন পরিমল দুরবার ।
দূর সয়ঁ দুরজনে লখব অভিসার।।
চৌদিস চকিত নয়ন তোর দেহ।
তোহি নএ জাইতে মোহি সন্দেহ।।
আগরি অএলাহু পরআএত কাজ।
বিফল ভেলে মোহি জাইতে লাজ।