চান্দ-বদনি ধনি করু অভিসার।
নব নব রঙ্গিণি রসের পসার।।
মধু-ঋতু রজনি উজোরল চন্দ।
সুমলয়-পবন বহয়ে মৃদু মন্দ।।
কর্পূর চন্দন অঙ্গে বিরাজ।
অবিরত কঙ্কণ কিঙ্কিণি বাজ।।
নূপুর চরণে বাজয়ে রুণুঝুনু।
মদন বিজই বাম হাতে ফুল-ধনু।।
বৃন্দা-বিপিনে ভেটল শ্যাম রায়।
কোকিল মধুকর পঞ্চম গায়।।
ধনি-মুখ হেরি মুগধ ভেল কান।
বৈঠল তরুতলে দুহুঁ এক ঠাম।।
পূরল দুহুঁক মরম অভিলাষ।
আনন্দে হেরত বলরামদাস।।