চান্দ নিরমল করে ঝলমল
দোসর বিধুবর তো মুখ মণ্ডল
ঐছে যামিনী কৈছে কামিনী
যায়বি কুঞ্জ কি মাঝ গো।
বাহু ভুজগিনী ঐছে সাজনি
চলিতে চালব করকি নখমণি
নীল অম্বর তুরিতে পরিহর
করহ সিতি নিশি সাজ গো।।
সুগন্ধি চন্দন করহ লেপন
ঝাঁপ দামিনী ঐছে সুবরণ
কুন্দ বরমাল বেড়হ কুন্তল
ভেঠহ নাগর রাজ গো।
গমন কারণ করহ ভূষণ
শ্বেত মণিগণ খচিত কঙ্কণ
যৈছে অলকহি তিলক তৈছন
ঐছে সমুচিত সাজ গো।।
তুরিতে পহিরহ ধৌত অম্বর
ঐছে নীলমণি হার সম্বর
মুখর মঞ্জীর তুরিতে কত দূর
বেকত হোয়ব কাজ গো।
ফুল্ল মালতী পরহ দুহু শ্রুতি
ঐছে সমুচিত যৈছে বিধু রীতি
লছিমী সখীভণ মন্দ সুগমন
বিরমি কিঙ্কিণী বাজরে।।