চাঁদবদনী চললি অভিসার।
নব নব রঙ্গিণী রস পরচার।।
কর্পূর চন্দন অঙ্গে বিরাজ।
অবিরত কঙ্কণ কিঙ্কিণী বাজ।।
চরণ নূপুর বাজত রুনু ঝুনু।
মদনবিজয়ী বাণ হাতে ফুলধনু।।
বৃন্দাবিপিনে ভেটল শ্যাম রাই।
নব নব কোকিল পঞ্চম গাই।।
ধনী মুখ হেরি আকুল ভেল কান।
করে ধরি কুঞ্জহি কয়ল পয়ান।।
পূরল যতহু হৃদয় অভিলাষ।
দূরহি দূরে রহু গোবিন্দদাস।।