চাঁদনি রজনি উজাগরি নাগরি
তোহারি পরশ রস সাধে।
গুরুজন পরিজন পাপ ননদগণ
কুঞ্জেগমন করু বাধে।।
এ হরি কত পরবোধব রাই।
কনয় পুতলি তহ ঝামরি ভেল জহ
প্রেমধূম অবগাহি।।
বিগলিত কবরী সম্বরি নাহি বান্ধই
ধরণি লোটায়ই রোই।
পরবশ দেহ লেহ রস লালসে
জীবন সোঁপলি তোই।।
লাখ আশোয়াস লখই নাহি পারিয়ে
বহত কি নহি নিশ্বাস।
তোহারি নাম গুণ শুনি তনু পুলকই
কি কহব গোবিন্দদাস।।