চাঁচর চিকুর চূড়পরি চন্দ্রক
গুঞ্জা-মঞ্জুল-মাল।
পরিমল-মিলিত ভ্রমরিকুল আকুল
সুন্দর বকুল গুলাল।।
নিকে বনি আয়ে হো নন্দ-দুলাল।
মনমথ-মথন ভাঙ-যুগ-ভঙ্গিম
কুবলয় নয়ন বিশাল।।
বিম্বাধর পরি মোহন মুরলী
পঞ্চম বমই রসাল।
গোবিন্দদাস পহু নটবর-শেখর
শ্যামর তরুণ তমাল।।