চল বৃন্দাবনে রাই চল বৃন্দাবনে।
নয়ান সফল হবে শ্যাম দরশনে।।
অঙ্গুলে অঙ্গুরি পর চরণে নূপুর।
বৃন্দাবন যাইতে পথে হইব উছুর
গুরুজন জাগিলে তোমার ভাল নাহি হবে
মণিময় অভরণ পথে পড়া যাবে।।
রবাব খমক বীণা বাজে চারি ভিতে।
তার মাঝে চল রাই ফুলধনু হাতে।।
দুদিকে দুসখির কাঁধে ভুজ আরোপিয়া।
প্রবেশিলা বৃন্দাবনে জয় জয় দিয়া।।
গোবিন্দদাস কহে দুহুঁ মন ভোর।
সোনায় সোহাগা যেন মিলন উজোর।।