চল দেখএ জাউ রিতু বসন্ত।
জহাঁ কুন্দ-কুসুম কেতকি হসন্ত।।
জহাঁ চন্দা নিরমল ভমর কার।
রয়নি উজাগর দিন অন্ধার।।
মুগুধলি মানিনি করএ মান।
পরিপন্তিহি পেখএ পঞ্চবান।।
ভনই সরস কবি-কণ্ঠ-হার।
মধুসূদন রাধা বন বিহার।।
চল দেখএ জাউ রিতু বসন্ত।
জহাঁ কুন্দ-কুসুম কেতকি হসন্ত।।
জহাঁ চন্দা নিরমল ভমর কার।
রয়নি উজাগর দিন অন্ধার।।
মুগুধলি মানিনি করএ মান।
পরিপন্তিহি পেখএ পঞ্চবান।।
ভনই সরস কবি-কণ্ঠ-হার।
মধুসূদন রাধা বন বিহার।।