চল চল যাব রাই-দরশনে
শুন গো মরম-সখি।
সে গোরী নাগরী কেমনে বিসরি
শয়নে স্বপনে দেখি।।
মধুপুর যদি থাকয়ে একলা
সদাই ভাবিয়ে রাই।
নিশির স্বপনে দেখিয়ে সঘনে
সদাই সে গুণ গাই।।
বসিতে রাধিকা গাইতে রাধিকা
গুণেতে রাধিকা দেখি।
ভোজনে রাধিকা গমনে রাধিকা
সদাই রাধিকা সাথী।।
হাস-পরিহাসে রাধার মহিমা
সদাই পড়য়ে মনে।
কাহারে কহিব মনের বেদনা
আপন মরমে জানে।।
আন কি জানব হৃদয় পোড়ান
সদা উচাটন চিত।
মনে পড়ে যবে রাধার মূরতি
বাঁশীতে গাইয়ে গীত।।
কহিবে রাধারে তাহার অন্তরে
সদাই আছিয়ে বাঁধা।
করে করি কর জপিয়ে অন্তর
এ দুই অক্ষর রাধা।।
আগে যাহ সখি রাধার গোচার
কহিবে যতন করি।
আমি গিয়া পুন দেখিব সে জন
চণ্ডীদাস কহে ভালি।।