চল চল বৃন্দাবনে শ্যাম দেখি গিয়া।
সব দুখ পাশরিব চাঁদ মুখ চাঞা।।
যব ধনি সাজই ভেটইতে শ্যাম।
জগত মোহিনী ধনি অতি অনুপাম।।
নীলমণি চুড়ি হাতে কনয়া কঙ্কণ।
শ্যাম অনুরাগে ধনি করিলা গমন।।
কৃষ্ণ দরশনে যায় সখীগণ সঙ্গে।
মন অতি উলসিত প্রেমের তরঙ্গে।।
ললিতার হাতে হাত দিয়া বিনোদিনী।
নবযৌবনী ধনি কানু-মনমোহিনী।।
নীলবসন অঙ্গে ধনির করে ঝলমল।
নব অনুরাগ ভরে করে টলমল।।
বৃন্দাবনে আসি রাই চারিপানে চায়।
মাধবীতরুর তলে দেখে শ্যামরায়।।
দোঁহে দোঁহা দরশনে ভাবে বিভোর।
দুহুঁক নয়নে বহে ঢরকত লোর।।
আদরে আগুসরি রাই লেই শ্যম।
সখীগণ হেরই অতি অনুপাম।।
করে ধরি রাই লয়্যা বসাইলা বামে।
নিজ পীত বাসে মুছে রাই মুখ-ঘামে।।
পন্থ কি দুখ পুছত বর কান।
আনন্দে নিমগন কিছুই না জান।।
শ্যামের বামে বৈঠল রসের মঞ্জরী।
গোবিন্দদাস মাগে চরণমাধুরী।।