চল চল চঞ্চল চলি তাহি যাও।
ও চাঁদ বদন খানি সেখানে দেখাও।।
সে হেন সুন্দরি সঙ্গে কত সুখ পেলে।
এখন আমার কাছে কোন লাজে এলে
যাহারে লইয়া সুখে বঞ্চিলা রজনি।
আনন্দে বিলাস কর যেখানে সে ধনি।।
রাইয়ের নিঠুর বাক্যে হইয়া উদাস।
বিমুখ হইয়া চলু গোবিন্দদাস।।
চল চল চঞ্চল চলি তাহি যাও।
ও চাঁদ বদন খানি সেখানে দেখাও।।
সে হেন সুন্দরি সঙ্গে কত সুখ পেলে।
এখন আমার কাছে কোন লাজে এলে
যাহারে লইয়া সুখে বঞ্চিলা রজনি।
আনন্দে বিলাস কর যেখানে সে ধনি।।
রাইয়ের নিঠুর বাক্যে হইয়া উদাস।
বিমুখ হইয়া চলু গোবিন্দদাস।।