চল গো, সজনী যাই ঐ শ্রীবৃন্দাবনে, পুষ্প-মালা গলে দিয়ে দেখব রে দু-নয়নে।
ত্রিবেণীতে বহে ধারা দেখ্তে চমৎকার, কি রে শুন্তে ভয়ঙ্কর,
ওগো, পাড়ি দিলে মিলে পন্থ যাইতে গোলেস্থানে।
গোলেস্থানে গোলাব মালা, উলট্ কলে ধরেছে,
ওগো কোটি কোটি পাপড়ি মাঝে, ভ্রমর আছে আসনে।
উল্ট কমল পুষ্পলীলা, ফুটলে হবে হাল বেহাল,
ওগো, ধরতে গেলে না দেয় ধরা, গুম্ হয়ে যায় আপনে।
মণির হাতে পুষ্প মালা রঙ্ চমৎকার তাতে গন্ধ মনোহর,
ওগো ফুল ফুটিলে জিকির জপে, দমে হাজার জবানে।
মুর্শিদ বাণী দমে হাজার যে সাধু পূরাবে,
ওগো, উলট কমল ফুটে গিয়ে পূর্ণ-চন্দ্র গগনে।
লক্ষ লক্ষ পুষ্প মালা পইরিবে ত সে জনে,
ওগো, রাজা বাদশা বুঝতে নারে বুঝবে প্রেমিক সুজনে।
অধম জহুরে বলে প্রেম করা সামান্য নয়,
ভাবের মৃগ ধরা গেলে আসি চালায় গর্দানে।