চলে নিতাই প্রেমভরে দিগ টলমল করে
পদভরে অবনী দোলায়।
আধ আধ কথা কয় মুখের বাহির নয়
নিজ পারিষদে গুণ গায়।।
দেখ ভাই অবনীমণ্ডলে নিত্যানন্দ।
ভাইয়ার মুখ হেরি বাঢ়য়ে আনন্দ।।
পরিধান নীল ধটী শোভা করে ক্ষীণ কটি
কনককুণ্ডল এক কাণে।
অঙ্গ হেলি দুলি চলে গৌর গৌর সদা বলে
দিবানিশি আন নাহি জানে।।
জিনি করিবরশুণ্ড শ্রীভুজে কনকদণ্ড
পাষণ্ড করিতে বিনাশ।
শ্রীকৃষ্ণ চৈতন্যচন্দ প্রভু মোর নিত্যানন্দ
গুণ গায় বৃন্দাবন দাস।।