চলু গজ-গামিনি হরি অভিসার।
গমন নিরঙ্কুশ আরতি বিথার।।
পঙ্কপিছল পথ গুরুয়া নিতম্ব।
পড়ু কত বেরি নাহি অবলম্ব।।
বিজুরি-জোতি দরশায়ল দেহ।
উঠইতে চাহে জলধারক থেহ।।
ঐছন মীলল নাগর পাশ।
গোবিন্দদাস কহ পূরল আশ।।
চলু গজ-গামিনি হরি অভিসার।
গমন নিরঙ্কুশ আরতি বিথার।।
পঙ্কপিছল পথ গুরুয়া নিতম্ব।
পড়ু কত বেরি নাহি অবলম্ব।।
বিজুরি-জোতি দরশায়ল দেহ।
উঠইতে চাহে জলধারক থেহ।।
ঐছন মীলল নাগর পাশ।
গোবিন্দদাস কহ পূরল আশ।।