চলু গজগামিনি হরিঅভিসার।
গমন নিরঙ্কুশ আরতি বিথার।।ধ্রু।।
পঙ্কজপিছল পথ গুরুয়া নিতম্ব।
পড়ু কত বেরি নাহি অবলম্ব।।
বিজুরি জোতি দরশায়ল দেহ।
উঠইতে চাহে জলধারক থেহ।।
ঐছনে মীলল নাগর পাশ।
গোবিন্দদাসিয়া কহ পূরল আশ।।
চলু গজগামিনি হরিঅভিসার।
গমন নিরঙ্কুশ আরতি বিথার।।ধ্রু।।
পঙ্কজপিছল পথ গুরুয়া নিতম্ব।
পড়ু কত বেরি নাহি অবলম্ব।।
বিজুরি জোতি দরশায়ল দেহ।
উঠইতে চাহে জলধারক থেহ।।
ঐছনে মীলল নাগর পাশ।
গোবিন্দদাসিয়া কহ পূরল আশ।।