চলু অভিসারে বিনোদিনী রাধে
নব নব রঙ্গিণী সাথে।
বাম শ্রবণমূলে শতদল কমল
বীজই ধনুশর হাথে।।
কুঞ্জর দর্শন ভূষণ করি সুন্দরি
মদন জিনিতে ধনী সাজে।
পহিরন ধৌত বসন কটি-বন্ধন
কটিতটে কিঙ্কিণী বাজে।।
কপালে সিন্দুর বিন্দু দুরে রবিকীরণ
চারি পাশে মলয়জ বিন্দু।
হেরইতে লাজ- সায়রে রবি ডুবল
দিনে দিনে খিন ভেল ইন্দু।।
নব নব রঙ্গিণী চামর ঢুলায়ত
জয় দিয়া বন পরবেশ।
হেরইতে দুহুঁ মুখ দুহুঁ ভেল আকুল
বলিহারি গোবিন্দদাস।।