চলিলা রাখাল সকল মণ্ডল
লইয়া ধেনুর পাল।
হৈ হৈ বলি দিয়ে করতালি
নন্দের নন্দন ভাল।।
কেহু নাচে গায় কেহ বেণু বায়
কেহ বেণু দেয় সাড়া।
কেহ তাল মান করে অতি গান
কেহ নাচে অতি গাঢ়া।।
কেহ বলে ভাই কোন্‌ বনে যাবে
কহত বোলত ভেয়ে।
সেই বন পানে চলে ধেনুগণে
তবে যাই ধেনু লয়ে।।
বলরাম তায় কহিছে সবহি
কানাই যাহাই বলে।
সেই দিক্‌ পানে চালাহ রাখাল
আমি সে কহিয়ে ভালে।।
যতেক রাখাল কহে বারে বারে
শুন হে রাখাল কানু।
আজু কোন্‌ বনে বলহ বচনে
কোথারে চালাব ধেনু।।
কানু বলে আজু চালাহ সঘনে
ভাণ্ডীর-কানন বনে।
সেই বনমাঝে চালাইবে পাল
দীন চণ্ডীদাস ভণে।।