চলল গমন হংস যেমন
বিজুরি তেমন উয়ল ভুবন
লাখ চাঁদ লাজে মলিন হইল
ও চাঁদ-বদন হেরিয়া।
সরল ভালে সিন্দূরবিন্দু
তাহে বেড়ল কতেক ইন্দু
কুসুম সুষম মুকুতা-মাল
নোটন ঘোটন বাঁধিয়া।।
বিশ্ব অধর উপমা জোর
হিঙ্গুলে মণ্ডিত অতি সে ঘোর
দশন কুন্দ যেমন কলিকা
কি বা সে তাহার পাঁতিয়া।
হাসিতে অমিয়া বরিখে ভাল
নাসিকার পর বেশর আর
মুকুতা নিশ্বাসে দুলিছে ভাল
দেখহ বেকত ভালিয়া।।
চণ্ডীদাস দেখি অথির চিত
অঙ্গে অঙ্গে অঙ্গে অনঙ্গ রীত
রসভরে ধনী সুন্দরী রাই
চলল মরমে মাতিয়া।।