চললি নিতম্বিনি যমুনা সিনানে।
সঙ্গিনি রঙ্গিনি গজপতি ভানে।।
তৈল হলদি কোই আমলকি নেল।
সুবরণ ঘট লেই কোই চলি গেল।।
জানি নাগরবর চলু ধীরে ধীরে।
আগুসরি আওল কালিন্দিতীরে।।
একলি কানু খেলই জল মাহি।
সহচরি সনে ধনি মীলল তাহি।।
আন জন কোই নাহি তব সাথ।
নাগর হেরি ঢুলায়ত মাথ।।
কাহুক জল দেই কাহুক পঙ্ক।
কাহুক চুম্বই ধাই নিশঙ্ক।।
হেরি সব সহচরি চমকিত ভেল।।
ঝাট কানু ধাই রাই লেই গেল।।
কণ্ঠমগন জলে দুহুঁ এক ঠাম।
পূরল দুহুঁক মনোরথ কাম।।
কহ কবিশেখর সহচরি পাশ।
হোর দেখ রাধা কানু বিলাস।।