চলত রাম সুন্দর শ্যাম
মধুর মধুর গতি সুঠাম
পাঁচনি কাচনি বেত্র বেণু
মুরলি খুরলি গান রি।
প্রিয় শ্রীদাম সুদাম মেলি
তপনতনয়াতীরে কেলি
ধবলি শাঙলি আওরি আওরি
ফুকরি চলত কান রি।।
বয়েস কিশোর মোহন ভাঁতি
যৈছন ইন্দু জলদ-কাঁতি
চারু-চন্দ্রিকা গুঞ্জাহার
বদনে মদন-ভান রি।
আগম নিগম বেদ সার
লীলায় করত গোঠ-বিহার
নসির মামুদ করত আশ
চরণে শরণ দান রি।।