চলই সুধা-মুখি ভেটইতে কান।
আরতি অতিশয় পহুঁক ধেয়ান।।
কি কহব আজুক রস-অভিসার।
মনমথ চীত নীত অনিবার।।
মধুর যামিনি মধু-মাস বসন্ত।
অবিরত পড়ে বাণ মদন দুরন্ত।।
চললি নিকুঞ্জে কুঞ্জর-বর-গমনি।
ভেটব নাগর মনে অনুমানি।।
দুহুঁ নাগর মনে অনুমানি।।
দুহুঁ অবলোকই দুহুঁ মুখ-চন্দ্র।
দুরহি দূরে রহু দ্বিজ রাজচন্দ্র।।