চলইতে চরণ অথির গতি মন্থর
ঢর ঢর নাগর কান।
সুন্দরি মুখ হেরি আকুল অন্তর
ঝর ঝর ঝরই নয়ান।।
কুঞ্চিত কেশ বেশ ভেল বিগলিত
ঘন ঘন গলিত পিধান।
উলটি নেহারি করই কর-সঙ্কেত
নিধুবন কুঞ্জ পয়ান।।
সঙ্কেত-বাণি জানি নব-রঙ্গিণি
থীর নয়নে পথ চায়।
কাঠকি পুতলি যৈছে নাহি লম্বই
তৈছে রহল ধনি ঠায়।।
দারুণ বিপিন জলদ যব ঝাঁপল
শ্যাম সুনাগর চন্দ।
রাইক নয়ন- চকোর নিরাশল
দীনবন্ধু পহুঁ ধন্দ।।