চম্পক দাম হেরি চিত অতি কম্পিত
লোচনে বহে অনুরাগ।
তুয়া রূপ অন্তরে জাগয়ে নিরন্তর
ধনি ধনি তোহারি সোহাগ।।
বৃষভানু-নন্দিনি জপয়ে রাতি দিনি
ভরমে না বোলয়ে আন।
লাখ লাখ ধনি বোলয়ে মধুর বাণি
সপনে না পাতয়ে কাণ।।
রা কহি ধা পহুঁ বাহই না পারই
ধারা ধরি বহে লোরে।
সোই পুরুষ মণি লোটয়ে ধরণি পুণি
কো কহ আরতি ওর।।
গোবিন্দদাস তুয়া চরণে নিবেদল
কানুক সকল সম্বাদ।
নীচয়ে জানহ তছু দুখ-খণ্ডক
কেবল তুয়া পরসাদ।।