চম্পকলতি অতি ধূলহি ধূসর
রাই চরণ ধরি মাথে।
লহু লহু বচনে কতহু করু কাকুতি
রাই সদয় নহ তাথে।।
হরি হরি দারুণ মানিনি মান।
সখিগণ বচন শ্রবণে নাহি শুনত
কিয়ে ইহ কঠিন পরাণ।।
রহি রহি রাই হুহুঙ্কৃত করতহি
ঘন ঘন দীঘ নিশাস।
বুঝলরাই সঙ্গ নাহি হোয়ত
সখি সব ছোড়ল আশ।।
অনুক্ষণে রাই বনে বনে
হেরি নয়ন পুন মুদই।
চম্পকলতি অতি দূরহি বৈঠল
গোবিন্দদাস রস বদই।।