চন্দ্রাবলি সঞে বিলসই মাধব
হেরি চলু রাই পাশ।
মলিন বয়ান নয়নযুগ ছল-ছল
তেজই দীঘ নিশ্বাস।।
সুন্দরি কি কহব কপটক নেহ।
যাকর নাম তুহুঁ শুনই না পারসি
তা সঞে বিলসয়ে সেহ।।
অতিরসে মগন সঘন তাহে চুম্বই
চৌদিশে সহচরিবৃন্দ।
সুখময় যামিনি তুহুঁ ভেলি তাপিনি
বিগলিত লোচন-নিন্দ।।
কি কহব তাক চরিত অতি শঠপন
কামী সে কামিনি পাশ।
কহলুঁ এতহুঁ নিদেশ তোহে সুন্দরি
এ যদুনন্দন দাস।।