চন্দা জনি উগ আজুক রাতি।
পিয়াকে লিখিঅ পঠাওব পাঁতি।।
সাওন সয়ঁ হম করব পিরীত।
জত অভিমত অভিসারক রীত।।
অথবা রাহু বুঝাএব হঁসী।
পিবি জনি উগিলহ সীতল সসী।।
কোটি রতন জলধর তোহেঁ লেহ।
আজুক রয়নি ঘন তম কএ দেহ।।
ভনই বিদ্যাপতি সুভ অভিসার।
ভল জন করথি পরক উপকার।।