চন্দন পরশি চমকি ঘন উঠই
চান্দক কিরণে উজোর।
চারি পহর নিশি বিলপি গোঙায়ই
বিরহক নাহিক ওর।।
চারু চিকণ ঘন তনু-রুচি জারল
চণ্ড বিরহে জনু আগি।
চামর-রুচির চিকুর গড়ি যাওত
চির-খণে না বহে বাণি।
চতুর-শিরোমণি চেতন তেজল
চীত-পুতলি সম মানি।।
চেতইতে তবহুঁ নয়ন উনমীলই
চম্পক-দামক নামে।
চাহি চাপি হিয় পুনহি মুরছি রহু
চরণে কি কহু বলরামে।।