ঘেরল আপদ্ ঘুচিল বিবাদ
ঘরের ঘোষণা-জাতি।
ঘুষিতে ঘুষিতে ঘোষণা সেচনা
ঘনয়া ঘোষণা মতি।।
ঘুনে যেন ঘর সদা করে জর
ঘেরিয়া ঘেরিয়া কাটে।
ঘুষিতে ঘুষিতে গুণ ঘর মর
* ঘন কাটি উঠে।।
ঘোষ নন্দ ঘোষ ঘরের বাহির
ঘন ঘন শ্যাম করে ।
ঘোষ ঘটা করি ঘৃত দুগ্ধ ঘটে
পূরিয়া * * ধরে।।
ঘোষণা নগরে এ ঘৃত-পসারে
ঘরের হইতে আনে।
ঘন ঘটে পূরি ঘেসাঘেসি করি
রাখয়ে এ ঘট পানে।।
ঘোরতর ঘন নন্দঘোষ মন
ঘন বেশ করি দেই ।
ঘরে নন্দরাণী ঘুষে গুণমণি
ঘরেতে লইয়া যাই।।
ঘৃত ঘোল সব রাখি কর পূর
ঘুচল ঘেরল বিধি।
ঘন নব ঘন ঘন ঘন ঘন
ঘুনায়ে হেরব নিধি।।
ঘর ছাড়ি যাব অক্রূর ঘেরল
জানিল এ ঘরখানা।
ঘোষণা ঘুনায়ে ঘরে রথ লয়া
ঘরেতে আইল তারা।।
ঘর সে আঁধার ঘর যে দীঘল
অক্রূর আইল যবে।
শুন নবঘন ধাউল হইল
ঘরের বাহির এবে।।
ঘট গলে বাঁধি তোমার অবধি
মরিলে তবে সে যেও।
ঘোষণা রহিল এই ঘোরতর
চণ্ডীদাস বলে রও।।