ঘরের বাহির হৈতে কতেক জঞ্জাল।
শাশুড়ী ননদী মোর সেহ এক কাল।।
সই কি বলিতে পারি।
কি খেণে দেখিলুঁ শ্যাম পাসরিতে নারি।।ধ্রু।।
কালা-বরণ যত দেখিতে হয় সাধ।
মুরলীর গীতে আর বড় পরমাদ।।
থর থর কাঁপে অঙ্গ নয়নে ঝরে পানী।
সে লাগিয়া ডরে আমি থাকি একাকিনী।।
জাতি কুল শীল মোর নিচয় খোয়ালুঁ।
নন্দদুলাল কহে শ্যাম গলায় গাঁথিলুঁ।।