ঘরের বাহিরে দণ্ডে শতবার
তিলে তিলে আসি যাও।
মন উচাটন নিশ্বাস সঘন
কদম্ব-কাননে চাও।।
রাই এমন কেনে বা হৈলে।
গুরু দুরুজনে ভয় নাহি মনে
কোথা বা কি দেবে পাইলে ।।
সদাই চঞ্চল বসন-অঞ্চল
সংবরণ নাহি কর।
বসি থাকি থাকি উঠ যে চমকি
ভূষণ খসাঞা পর।।
রাজার ঝিয়ারী বয়সে কিশোরী
তাহে কুলবধূ বালা।
কিবা অভিলাষে বাঢ়াল্যে লালসে
বুঝিতে নারি এ ছলা।।
তোমার চরিত অতি বিপরীত
হাত বাড়াইলা চাঁদে।
চণ্ডীদাস ভণে করি অনুমানে
ঠেকিলে কালিয়া ফাঁদে।।