ঘন-শ্যামর-তনু তুহুঁ কিয়ে ভোরি।
ঘোর-বিরহ-জ্বরে মুরছিত গোরি।।
ঘন ঘন সুন্দরি তুয়াপথ জোই।
ঘেরল সকল সখীগণ রোই।।
ঘর মাহা রহইতে রহই না পারি।
ঘুরত যৈছে পিঞ্জরমাহা সারি।।
ঘন ঘনাসর চন্দন হিয়ে লাই।
ঘুমক সাধে শয়ন অবগাই।।
ঘাতক মদন ততহিঁ ভেল বাম।
ঘর ঘর শবদে লেই তুয়া নাম।।
ঘাম-কিরণ সম মানই চন্দ।
ঘূণে বিন্ধল হিয়া পাঁজর-বন্ধ।।
ঘন ঘন নিন্দই ঘন ঘনসার।
ঘুম বিহল দিঠি ঝরত অপার।।
ঘোষ-যুবতিগণ-বিরহ-হুতাশ।
ঘোষত পহুঁ পায়ে গোবিন্দদাস