ঘন মেঘ বরিখয়ে বিজুরী চমকে।
তাহা দেখি প্রাণ মোর থরহরি কাঁপে।।
ছোড় ছোড় আঁচর নীলজ মুরারী।
লাজ নাহিক তোর হাম পরনারী।।
ঝাঁপল বনতল তিমির আসিয়ে।
একসরি আকুল পথ নাহি পাইয়ে।।
নিবারিয়ে নীরধার বসন অঞ্চলে।
নিরজন জানিয়া আয়লুঁ তরুতলে।।
বিপতি সময়ে তব এবা কোন ঢঙ্গ।
গোবিন্দদাস কহে লাগয়ে চঙ্ক।।