গৌর সুন্দর মোর।
কি লাগি একলে বসিয়া বিরলে
নয়নে গলয়ে লোর।।
হরি অনুরাগে আকুল অন্তর
গদ গদ মৃদু কহে।
সকল অকাজ করে মনসিজ
এত কি পরাণে সহে।।
অবলা নারীরে করে জর জর
বুকের মাঝারে পশি।
কহিতে ঐছন পূরুব বতন
অবনত মুখশশী।।
প্রলাপের পারা কিবা কহে গোরা
মরম কেহ না জানে।
পূরুব চরিত সদা বিভাবিত
দাস নরহরি ভণে।।