গৌরী আরাধন ছলে চলু কাননে
জটিলা আদেশ পায়।
নানা উপহার সখিগণ লেওল
হরষিতে সভে চলি যায়।।
সুন্দরী উপনীত যমুনাক তীরে।
নব নিকুঞ্জে কুসুম সব বিকশিত
মধুলই বহই সমীরে।।
তুয়া আমোদে মাতি প্রবেশল কুঞ্জে
যাঁহা সখিগণ মেল।
কুসুম উঠায়ত সভে বন বিহরত
করতহি কৌতুক বোল।।
ঐছন সময়ে আসি বরনাগর
দেখল কুসুমবিলাস।
রঙ্গিম নয়নে কোনে ধনি প্রতি
বদতহি গোবিন্দদাস।।