গৌরাঙ্গ নাচে মন মোহনিয়া।
খোল করতাল বাজে গৌরাঙ্গে বেড়িয়া।
চৌদিগে ভকতগণ গোরা নাচে মাঝে।
পতিত হেরিয়া গোরা হরি নাম যাচে।।
হরি হরি বলি গোরা পড়ে মূরছিয়া।।
সোনার বরণ তনু ভূমিতে লোটায়্যা।।
গৌরাঙ্গ নাচনে নাচে ভকত সমাজ।
তারাগণ মাঝে যৈছে শোভে দ্বিজরাজ।।
দাস হরেকৃষ্ণ ভণে হরষিত মনে।
মন রহু নিরবধি গৌরাঙ্গ চরণে।।