গৌরাঙ্গ চাঁদের ভাব কহন না যায়।
বিরলে বসিয়া পহুঁ করে হায় হায়।।
প্রিয় পারিষদগণ পুছয়ে তাহারে।
কহে মুই ঝাঁপ দিব যমুনার নীরে।।
করিনু দারুণ প্রেম আপনা আপনি।
দুকূলে কলঙ্ক হইল না যায় পরাণি।।
এত কহি গোরা চাঁদ ছাড়য়ে নিশ্বাস।
মরম বুঝিয়া কহে নরহরি দাস।।