গৌরাঙ্গ কেবা জানে মহিমা তোমার।
কলিযুগ উদ্ধারিতে পতিতপাবন অবতার।।
শ্যাম মহোদধি কেমনে বিধাতা
মথিয়া সে কতকাল।
কত সুধারসে তাতে নিরমিলা
উপজে গৌর রসাল।।
ত্রিভুবনে প্রেম বাদর হইল
গৌর প্রেম বরিষণে।
দীন হীন জন ও রসে মগন
নরহরি গুণগানে।।