গৌরাঙ্গ আমার ধরম করম
গৌরাঙ্গ আমার জাতি।
গৌরাঙ্গ আমার কুল শীল মান
গৌরাঙ্গ আমার গতি।।
গৌরাঙ্গ আমার পরাণপুতলী
গৌরাঙ্গ আমার স্বামী।
গৌরাঙ্গ আমার সরবস ধন
তাহার দাসী যে আমি।।
হরিনাম রবে কুল মজাইল
পাগল করিল মোরে।
যখন সে রব করয়ে বন্ধুয়া
রহিতে না পারি ঘরে।।
গুরুজন বোল কানে না করিব
কুল শীল তেয়াগিব।
জ্ঞানদাস কহে বিনি মূলে সেই
গৌরপদে বিকাইব।।